ইন্টারনেটে উপার্জন

ছাত্রদের জন্য সহজে অনলাইনে টাকা ইনকাম করার ৭ টি উপায়

আসসালামু আলাইকুম । কেমন আছেন বন্ধুরা ? আজ আবার আপনাদের সামনে হাজির হলাম অনলাইনে টাকা ইনকামের সহজ ৭ উপায় নিয়ে । ছাত্ররা  পড়াশুনার পাশাপাশি অনলাইনে টাকা ইনকাম করতে চাইলে নিচের পদ্ধতিগুলো প্রয়োগ করে দেখতে পারেন । আশা করি পোস্টটি আপনাদের ভাল লাগবে । 

প্রতিযোগিতার এই পৃথিবীতে আমরা সময় নষ্ট করা বন্ধ করে দিয়েছি । সবাই প্রতিটি সেকেন্ডকে কাজে লাগাতে চেষ্টা করে থাকি । আমি দুঃখ অনুভব করছি তাদের জন্য যারা ঘন্টার পর ঘন্টা ফেইসবুক অথবা অন্যান্য সামাজিক যোগাযোগ সাইটগুলো নিয়ে সময় নষ্ট করে থাকে । কারণ দিনের শেষে সামান্য আনন্দ বা বেদনা ছাড়া এসব সাইট থেকে আপনি কিছুই পাবেন না । এখন আমি আপনাদেরকে ইন্টারনেটের সৃষ্টিশীল প্রকৃতি নিয়ে আলোচনা করব । ইন্টারনেট আপনার সময় কাটানোর বিষয়ের পাশাপাশি আপনার ইন্টারনেট প্যাকেজ নেয়ার টাকাটা এখান থেকেই ইনকাম করতে পারেন । আর এসব বিষয় নিয়েই আমার আজকের আলোচনা । এবার মূল কথায় আশা যাক ।
  1.  অনলাইনে গেমস খেলে টাকা আয় : আমরা অনেকেই লেপটপ বা কম্পিউটারে গেমস খেলে থাকি । কিন্তু আপনি জানেন কি অনলাইনে গেমস খেলে টাকা আয় করা যায় । আপনি ঘন্টার পর ঘন্টা গেমস খেলবেন, কিন্তু এই সময়ে আপনার টাকা আয় হতে থাকবে । এমন অনেক কোম্পানি আছে যারা গেমারদের গেমস খেলার জন্য টাকা দিয়ে থাকে । 
  2.  আর্টিকেল লিখে টাকা আয় : ফ্রিল্যান্সিং সাইটগুলোতে আর্টিকেল লিখে টাকা আয় করতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে । বিড করতে হবে এবং বিড করে কাজ পেলে তবে আপনি কাজটি করতে পারবেন । আপনি যদি সত্যি আর্টিকেল লিখতে পারেন তবে Ezine Article সাইটে আর্টিকেল লিখে টাকা আয় করতে পারেন । আবার এমন সাইট আছে যেসব সাইটে বিভিন্ন প্রোডাক্টস বা আর্টিকেলের রিভিউ লিখে টাকা আয় করতে পারেন ।  Review Stream এরকম একটি সাইট যেখানে আপনি রিভিউ লিখলে তা যদি গ্রহণযোগ্য হয় তবে তারা তা পাবলিশ করে লেখককে ২ ডলার এবং কমেন্টের জন্য ১ ডলার করে আয় করতে পারেন ।
  3. অনলাইনে গান শুনে টাকা আয় : গান এমন একটি ভাষা যা সব বয়সের মানুষের জন্য উপযুক্ত । গান শুনতে ভালবাসে না এমন লোক নেই বললেই চলে । আপনি গান শুনেও টাকা আয় করতে পারেন । গান শুনলে কোম্পানি আপনাকে টাকা দিবে । ভাবছেন কেন? এতে করে তাদের গানের জনপ্রিয়তা বাড়বে এবং অনেক লোকের কাছে পৌছে যাবে । Promosquad এবং Sonymusic awards এমন দুটি সাইট যেখানে যে কেউ গান শুনে টাকা আয় করতে পারেন ।
  4. বন্ধুদের সাথে চ্যাটিং করে টকা আয় : আপনি আপনার বন্ধুদের সাথে চ্যাটিং করে টাকা আয় করতে পারেন যেমন ফেইসবুক চ্যাটিং । Yuwie এবং Mylot সাইটে আপনি চ্যাটিং করে টাকা আয় করতে পারবেন । আপনার ছবি দেখা হলে প্রতি ১০০০ বার দেখানোর জন্য ০.৫ ডলার করে পাবেন । 
  5.  প্রশ্নের উত্তর দিয়ে টাকা আয় : আপনি যদি কোন বিষয়ে ভাল জানেন তাহলে তা অন্যকে সাহায্য করতে পারে । Yahoo answers এ আপনি প্রশ্নের উত্তর দিয়ে টাকা আয় করতে পারেন । এছাড়া Student Questions and know Brainers নামক সাইটেও আপনি প্রশ্নের উত্তর দিয়ে কিছু টাকা আয় করতে পারেন ।
  6.  ফটো বিক্রি করে টাকা আয় : আপনার তোলা প্রাকৃতিক কোন দৃশ্য বা কোন ঘটনার ফটো বিক্রি করে টাকা আয় করতে পারেন । zazzle বা shutterstock সাইটে আপনি ফটো বিক্রি করে টাকা আয় করতে পারেন ।
  7. ডকুমেন্টস এবং পেপার টাইপ করে টাকা আয় : আপনি যদি টাইপিং ভাল পারেন তাহলে বিভিন্ন ব্লগে আর্টিকেল লিখে টাকা আয় করতে পারেন।

 

 

 খুব সহজেই ফাইল আপলোড/শেয়ার করে টাকা আয় করুন




 আসসালামু আলাইকুম, যারা ফাইল শেয়ার করে টাকা আয় করতে চান তাদের জন্য এই পোস্ট । যদি আপনি কোন ফাইল শেয়ার করে টাকা আয় করতে চান তো শেয়ারিং ফাইল সিস্টেমটা খুবই উপকারী । এমন অনেক সাইট আছে যারা আপনাকে ফাইল শেয়ার করতে দিবে এবং এর মাধ্যমে কিছু টাকা আয় করতে পারবেন । ফাইল আপলোড করে ইন্টারনেটে টাকা আয় করা সহজ ও জনপ্রিয় একটি ব্যপার । আপনি প্রতি ডাউনলোডের জন্য টাকা পাবেন । অনেকে গেম, ভিডিও, ফটো, গান, সফটওয়্যার বা সিনেমা শেয়ার করে টাকা আয় করে থাকেন । 
আজ আমি আপনাদের সাথে এমন কয়েকটি সাইটের পরিচয় করিয়ে দিবো যেসব সাইটে আপনি ফাইল আপলোড করে খুআ সহজেই কিছু টাকা আয় করতে পারবেন । 

ফাইল আপলোড এবং শেয়ারিং করার কিছু সাইট  :-
  1. Sharecash.org : এখানে আপনি আপনার ফাইল আপলোড করে প্রতি ডাউনলোডের জন্য ৩০ থেকে ৬০ সেন্ট করে আয় করতে পারেন । প্রতি ডাউনলোডের জন্য ১ থেকে ২০ ডলারও আয় করতে পারবেন । সেটা নির্ভর করবে আপনার ফাইলের সাইজের উপর । ফাইল বড় হলে টাকা বেশি পাবেন । সেক্ষেত্রে আপনি প্রতি ১০০টি ডাউনলোডের জন্য ৩০ থেকে ৬০ ডলার আয় করতে পারবেন । সবচেয়ে কম ডাউনলোডে বেশি টাকা আয় করতে এই সাইটটিকে পআনি বেছে নিতে পারেন । মাত্র ১০ ডলার হলেই আপনি পেজা/এলার্ট পে এর মাধ্যমে অথবা পেয়নিয়ার মাস্টার কার্ড দিয়ে (সর্বনিম্ন ২০ ডলার) অথবা চেকের মাধ্যমে (সর্বনিম্ন ১০০ ডলার) টাকা উত্তোলন করতে পারবেন ।
  2. Hotfile.com : হটফাইলে ফাইল আপলোড করে প্রতি ১০০০ ডাউনলোডের জন্য ২ থেকে ১৫ ডলার আয় করতে পারেন। আপনার একাউন্টে ১৫ ডলার জমা হলেই এলার্ট পে দিয়ে টাকা আনতে পারবেন ।
  3. Ziddu.com : এখানে আপনি সর্বোচ্চ ২০০ মেগাবাইটের যতখুশি তত ফাইল আপলোড করতে পারবেন । শেয়ার করা লিংক থেকে প্রতি ডাউনলোডের জন্য আপনি ০.০০১ ডলার আয় করতে পারবেন । আর ১০ ডলার হলেই মানিবুকার্স দিয়ে টাকা ক্যাশ আউট করতে পারবেন ।
  4. Fileserve.com : ফাইল আপলোড করে টাকা আয়ের জন্য এটি একটি খুবই জনপ্রিয় সাইট । এখানে ফাইল আপলোড করে প্রতি ১০০০টি ডাউনলোডের জন্য ২৫ ডলার আয় করতে পারবেন । 
উপরের যেকোন একটি সাইটে আপনি আপনার ফাইল আপলোড করে সহজেই কিছু টাকা আপনার পকেটে ভরতে পারেন । আপনি ফাইলগুলো আপলোড করে ডাউনলোড লিংকটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন । তারপর তারা আপনার ফাইল ডাউনলোড করলেই আপনার একাউন্টে টাকা জমা হতে থাকবে ।

 

AdF.ly অথবা AdFoc.us কোনটা বেছে নিবেন

 

বিসমিল্লাহির রহমানির রাহীম, আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন । আজকে আপনাদের জন্য একটি পোস্ট দিচ্ছি, পোস্টটি হচ্ছে adf.ly অথবা adfoc.us কোনটা আপনার ব্লগের জন্য সুবিধা এই বিষয় নিয়ে । আশা করি সবার উপকারে আসবে ।

AdF.ly ও AdFoc.us কি?
 AdF.ly ও AdFoc.us হচ্ছে এমন দুটি সাইট যেখানে আপনি আপনার URL লিংক short করে কিছু টাকা আয় করতে পারেন । অনেকেই PTC/PTR, Freelancer, oDesk, Captcha, You tube, Google Adsense ইত্যাদি সাইট ব্যবহার করে টাকা আয় করে থাকেন । কিন্তু আপনি আপনার ফাইল শেয়ার করেও কিছু টাকা আয় করতে পারেন । এরকম অনেক সাইট আছে যেমন Rapid share, hotfile, Ziddu.com ইত্যাদি । এগুলোকে বলে ফাইল শেয়ারিং সাইট । এই সাইট দুটিতে ফাইল আপলোড করে শেয়ার করে আপনি কিছু টাকা আয় করতে পারবেন ।

কেন এগুলো ব্যবহার করব?
যারা ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইনিং বা গুগুল এডসেন্স ব্যবহার করতে জানেন না মূলত তারা এই শেয়ারিং সাইট থেকে কিছু টাকা আয় করতে পারেন । মূলকথা নিজস্ব ব্লগ সাইট, ওয়েবসাইট, টুইটার বা ফেইসবুক সাইটে AdF.ly অথবা AdFoc.us লিংক ব্যবহার করতে পারেন । তাতে খুব সহজেই কিছু টাকা আয় করতে পারবেন ।
AdF.ly এর ব্যবহারের নিয়ম, সুবিধা ও অসুবিধা কি?
  • এখানে আপনি খুব সহজেই সাইন আপ করতে পারবেন এবং ফাইল শেয়ার করতে পারবেন । সাইন আপ করতে এখানে ক্লিক করুন । AdF.ly সাইন আপ লিংক
  • উপরের লিংকটিতে ক্লিক করলে নিচের ছবির মতো একটি  পৃষ্ঠা আসবে ।
  • Join Now বাটনে ক্লিক করলে নিচের মতো একটি সাইন আপ ফরম আসবে । সেই ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন । তারপর একদম নিচের দিকে I agree the Terms & condotion -এর বাম দিকের ফাকা ঘরটি টিক দিয়ে Join Now বাটনে ক্লিক করুন ।
  •  সাইন আপ ফরমে ব্যবহৃত Email account এ একটি Activation Email পাঠানো হবে । Activation Email টিতে একটি লিংক দেখতে পাবেন । লিংকটিতে ক্লিক করে আপনার সাইন আপ পদ্ধতি একটিভেট করুন ।
  • তারপর আপনার একাউন্টে Log in করুন Email ও Password দিয়ে । 

  • একাউন্টে Log in করার পর Home Page-এর উপরের দিকে নিচের মতো একটি বক্স আসবে । আপনি যে Link টি short করতে চান সেটি রাখুন  । এখানে আপনি অন্য কোন ফাইল শেয়ারিং সাইটের Link ও ব্যবহার করতে পারবেন ।

  • তারপর ডান দিকে Shrink লেখার উপর ক্লিক করুন । Link টি short হয়ে যাবে । এখন এই লিংকটি কপি করে আপনার ব্লগ বা কোন ফোরামে দিয়ে দিন । এবার Visitor-রা যখন এই লিংকে ক্লিক করবে তখন আপনার আয় শুরু হবে ।
  •  যখন কোন Visitor আপনার লিংকে ক্লিক করবে তখন একটি নতুন পৃষ্ঠা লোড হবে । প্রায় ৫ সেকেন্ড পর সর্ব ডান পাশে Skip Ad নামে একটি লেখা দেখতে পাবে । মূলকথা Skip Ad এ ক্লিক করলেই তারা ডাউনলোড পৃষ্ঠাটি দেখতে পাবে । তখন তারা সেখান থেকে ডাইনলোড করতে পারবে ।
  •  এবার ইচ্ছেমতো আপনার ডাউনলোড লিংক শেয়ার করে টাকা আয় করুন । AdF.ly সাইন আপ লিংক
  •  AdF.ly - এর শেয়ার লিংকে প্রতিদিন ১,০০০ জন Visitors ক্লিক করলে আপনি ৪ ডলার আয় করতে পারবেন । অন্যথায় প্রতি ১০,০০০ জনে ৫ ডলার আয় হবে । মাত্র ৪ ডলার হলেই এলার্ট পে একাউন্টের মাধ্যমে ক্যাশ আউট করতে পারবেন ।
  • AdF.ly কোন স্ক্যাম সাইট নয় । ১০০% খাঁটি একটি শেয়ারিং সাইট । আজ পর্যন্ত এমন কোন অভিযোগ পাওয়া যায় নি যে, AdF.ly টাকা পরিশোধ  করে নি ।
 AdFoc.us এর ব্যবহারের নিয়ম, সুবিধা ও অসুবিধা কি?
  •  এটিও AdF.ly মতোই কাজ করে । এক অর্থে এটি AdF.ly এর বিকল্প । এখানেও আপনি খুব সহজেই সাইন আপ করতে পারবেন এবং ফাইল শেয়ার করতে পারবেন । সাইন আপ করতে এখানে ক্লিক করুন । AdFoc.us সাইন আপ লিংক
  • সাইটটি তে সাইন আপ করে AdF.ly মতো ব্যবহার করতে পারবেন । তবে এর সুবিধা হচ্ছে শেয়ার লিংকে মাত্র ১,০০০ জন Visitors ক্লিক করলেই আপনি ৬.৫ ডলার আয় করতে পারবেন । এর অসুবিধা হচ্ছে ক্যাশ আউট করতে সর্বনিম্ন ১০ ডলার আয় করতে হবে। টাকা এলার্ট পে একাউন্টের মাধ্যমেই আনতে পারবেন ।
  • এবার উপরের যেকোন একটি বেছে নিন এবং আয় শুরু করুন ।

 

এবার আপনার Facebook ও Twitter একাউন্ট থেকে আয়



আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন । আজকে আপনাদের জন্য একটি পোস্ট দিচ্ছি, আশা করি ভালো লাগবে । এই পোস্টটি যারা Facebook ও Twitter ব্যবহার করেন তাদের জন্য । অনেক কষ্টের পর আমি একটি ওয়েবসাইট খোঁজে পেয়েছি যেখানে Facebook ও Twitter একাউন্ট থেকে আয় করা যায় । এটি খুবই বিশ্বস্ত একটি ওয়েবসাইট এবং ৪০৬৬৭৩ জন রেজিস্টার্ড ইউজার আছে এই সাইটে । দৈনিক এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । তাই দেরি না করে আপনিও যোগ দিন এবং কিছু টাকা আয় করুন ।


এখানে খুব সহজেই একজন Facebook ও Twitter ব্যবহারকারী তাদের Facebook ও Twitter একাউন্ট থেকে দৈনিক কিছু টাকা আয় করতে পারবেন । এখানে আপনাকে শুধু Facebook page লাইক করতে হবে এবং Twitter follow করতে হবে । আপনাকে মাত্র ১০-১৫ মিনিট সময় দিতে হবে । তাহলে আপনি দৈনিক প্রায় ১-১.৫ ইউরো আয় করতে পারবেন । ১৫ ইউরো হলেই আপনি এলার্ট পের মাধ্যমে টাকা তুলতে পারবেন । যদি আয় করতে চান তাহলে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন, আশা করি সফল হবেন ।
  • প্রথমে আপনাকে FanSlave এ Registration করতে হবে । Registration করতে নিচের লেখাটিতে ক্লিক করুন । Registration link.
  • Registration করার পর Login করুন । Login করার পর আপনাকে FanSlave সাইটে আপনার Facebook ও Twitter একাউন্ট সংযোগ করতে হবে । Facebook ও Twitter একাউন্ট সংযোগ করতে উপরের মেনুবার থেকে Your Account লেখাটিতে ক্লিক করতে হবে ।
  •  Your Account লেখাটিতে ক্লিক করার পর আপনি পেইজের ডান পাশে Login এবং তার একটু নিচে Your Balance লেখাটি দেখতে পাবেন । একদম নিচে দেখতে পাবেন Private Messages । এর ঠিক উপরে দেখতে পাবেন Facebook ও Twitter account লেখা আছে । Facebook ও Twitter account লেখার সাথে নীল রংয়ে লেখা আছে None account connected. লেখাটিতে ক্লিক করে আপনি আপনার Facebook ও Twitter account সংযোগ করে নিতে পারবেন ।
  • বার আপনার টাকা ইনকাম করার পালা.......
  • আপনি উপরের মেনুবার থেকে Your Account লেখাটিতে আপনার মাউসের কার্সর রাখলে Facebook Overview লেখাটি দেখতে পাবেন । এখানে click করলে একটি পেইজ আসবে । পেইজটির বাম দিকে Earn Credits by becoming a fan লেখাটি দেখতে পাবেন । তার নিচে কতগুলো Facebook Page থাকবে ছবিসহ । এখান থেকে Facebook link এ click করার পর একটি নতুন ট্যাব ওপেন হবে । পেইজটি লোড হলে ঐ Facebook Page টি like করতে হবে ।
  • এবার আগের পেইজের Earn Credits by becoming a fan লেখার নিচে কতগুলো লেখা দেখতে পাবেন । সেখানে নীল রংয়ে লেখা আছে 'update'
  • Facebook Page টি like করার পর এই 'update' লেখাটিতে ক্লিক করতে হবে । update না করলে credit জমা হবে না । 
  • অনুরূপভাবে মেনুবার থেকে Your Account লেখাটিতে আপনার মাউসের কার্সর রাখলে Twitter Overview লেখাটি দেখতে পাবেন । এখানে click করলে একটি পেইজ আসবে । পেইজটির বাম দিকে Earn Credits by becoming a follower লেখাটি দেখতে পাবেন । তার নিচে কতগুলো Twitter user এর নাম থাকবে ছবিসহ । এখান থেকে Twitter link এ click করার পর একটি নতুন ট্যাব ওপেন হবে । পেইজটি লোড হলে ঐ Twitter user টি কে follow করতে হবে ।
  • এবার আগের পেইজের Earn Credits by becoming a follower লেখার নিচে কতগুলো লেখা দেখতে পাবেন । সেখানে নীল রংয়ে লেখা আছে 'update'
  •  Twitter user টি কে follow করার পর এই 'update' লেখাটিতে ক্লিক করতে হবে । update না করলে credit জমা হবে না । 
  • নগদ অর্থ হল আপনার ক্রেডিট এর অর্ধেক । শুধু মাত্র like & follow এর মাধ্যমেই আপনি দিন 20 min এর চেয়ে কম কাজ করে ১ EURO আয় করতে পারবেন ।
  •  FanSlave আরও টাকা উপার্জন: আপনার FanRank বৃদ্ধি আছে (10 Fanrank = 6 ইউর / দিন) । আপনার প্রারম্ভিক fanrank 1 শুধুমাত্র হবে, তাই থেকে Fanslave সঙ্গে নিয়মিত বাড়তে থাকবে । আরও facebook friends যা আপনার fanrank বৃদ্ধি করবে ।
 এতে Fanslave এর কি লাভ?
আপনি যখন 3 ও 7 credits আয় করেন, এর জন্য Page এর owner কে 5 ও 10 credits ব্যয় করতে হয়। Fanslave 2 ও 3 credits করে লাভ করে।

Registration করতে ডান পাশের লেখাটিতে ক্লিক করুন । Registration link.
ভাল লাগলে অবশ্যই Comment করবেন ।

 

 

ইন্টারনেটে টাকা আয়ের কয়েকটি সহজ উপায় এবং সেরা সাইট


আপনি কি ইন্টারনেটে টাকা আয় করতে চান?
প্রথমে আপনি আপনার মনকে ঠিক করে নিন যে আপনি সত্যিই ইন্টারনেটে টাকা আয় করতে চান । যদি তাই হয় তাহলে আপনাকে প্রথমে যে বিষয়টি নিয়ে ভাবতে হবে তা হচ্ছে সময় । হ্যাঁ সময় । আপনি দৈনিক কতটুকু সময় নেটে ব্যয় করেন, সেটা যদি ১ ঘন্টা বা তার বেশি হয় তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন । প্রথমে আপনি একটু সমস্যায় পড়তে পারেন, বুঝতে সমস্যা হতে পারে । কিন্তু এক সময় তা সহজ হয়ে যাবে । লেগে থাকুন এবং পরিশ্রম চালিয়ে যান, সফল হবেন ইনশাআল্লাহ ।

কি ধরনের কাজ করতে চান সেটা ঠিক করে নিন?
দেশে বিদেশে হাজার হাজার মানুষ ইন্টারনেটে টাকা আয় করতে মনস্থির করেন, কিন্তু পরে তাদের সব চিন্তা দূর হয়ে যায় সঠিক কাজ বাছাইয়ে সমস্যার কারণে । আপনি কাজ শুরু করতে চাচ্ছেন কেউ হয়তো বলছে ফ্রিল্যান্সিং এর কথা, কেউ বলছে নিজস্ব সাইট খোলার কথা । আমি এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো সেখান থেকে আপনার সুবিধা মতো বিষয় ঠিক করে নিতে পারবেন ইনশাআল্লাহ । নিচে কয়েকটি সাইট এবং সেখানে কাজের ধরণ নিয়ে আলোচনা করছ..........
১.  মাইক্রোওয়ার্কার্সঃ আমি প্রথমেই আপনাদের কাছে যে সাইটটি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে মাইক্রোওয়ার্কার্সপ্রথমে এই সাইটটি নিয়ে আলোচনার কারণ হলো যারা ছাত্র, কম সময় ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য টাকা আয়ের খুবই সহজ একটি সাইট । এখানে আপনাকে যে ধরণের কাজ করতে হবে সেগুলো হলো সাইন আপ, ফেইসবুক, ভোটিং, টুইটার, কমেন্ট, ডাউনলোড এবং ইনস্টল, ৩০-৫০ শব্দের আর্টিকৈল তৈরী করা, লিংক পোস্ট করা ইত্যাদি ।

হোম পেইজের মেনুবারে আপনি Jobs, HG Jobs, Task I finished, My campaigns, Deposit, Withdraw, Account ইত্যাদি লেখা দেখতে পাবেন । Jobs এ আপনি দেখতে পাবেন কাজের নাম, পেমেন্ট যা কাজটি সঠিকভাবে করলে আপনার একাউন্টে জমা হবে, সাকসেস অর্থাৎ কত পারসেন্ট লোক কাজটি সফলভাবে করতে পেরেছে এবং সর্বডানে লেখা থাকে Done, যেটি নির্দেশ করে কতজন লোক কাজটি করেছে এবং কতজন করতে পারবে ।  

কোন কাজ ওপেন করলে প্রথমে লেখা থাকে কাজের ধরণ, তার নিচে উল্লেখ থাকে কতজন কাজটি করেছে, কাজটি করতে কতক্ষণ সময় লাগবে, তারপর থাকে দেশের নাম, যে দেশের লোকেরা কাজটি করতে পারবে তার নাম । এরপর যে বিষয়টি থাকে সেটি হলো এমপ্লয়ার আপনার কাছে কি চায় অর্থাৎ আপনাকে যা করতে হবে তার বর্ণনা । বর্ণনার শেষে উল্লেখ থাকে প্রয়োজনীয় প্রুফ যা আপনাকে একদম নিচে লেখা  I accept this job (a form will open below) বক্সে বসাতে হবে । সঠিক প্রুফের উপরই নির্ভর করবে আপনি পেমেন্ট পাবেন কি না, তাই Required proof that task was finished? লেখাটির  নিচে উল্লেখিত লেখাগুলো ভালোভাবে পড়তে হবে । প্রুফ হিসাবে আপনার কাছে এমপ্লয়ার একাধিক বিষয় চাইতে পারে । সবগুলো সঠিকভাবে পূরণ করতে হবে । সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে ১, ২, ৩ এভাবে ক্রমিক আকারে দিতে পারেন । I accept this job (a form will open below) লেখায় ক্লিক করার পর বক্স ওপেন হলে সেখানে আপনার কাজের প্রুফ বা প্রমাণ দেয়ার পর আপনি I confirm that I have completed this task লেখাটি ক্লিক করলেই কাজ শেষ । কাজটি করার জন্য আপনাকে একটি ধন্ঙবাদ জানানো হবে, সে পর্যন্ত পেইজ লোড হতে দিবেন । একাউন্ট খুলার পর Jobs এ প্রথমে ২০টি কাজ করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই । ২০টি কাজ করার পর কোন কাজকরতে হলে আপনার সাকসেস রেট ৭৫% এর উপরে থাকতে হবে । আপনার সাকসেস রেট ডান পাশে উপরে Success rate লেখার উপর ক্লিক করে জানতে পারেন । 

HG Jobs  এ আপনি প্রথমে কাজ নাও পেতে পারেন, তবে পরবর্তীতে আপনি কাজ পাবেন । এখানে কাজ করার জন্য সময় নির্দিষ্ট থাকে ১০ মিনিট । এই ১০ মিনিটের মধ্যে আপনাকে কাজটি শেষ করতে হবে । HG Jobs কাজ সাকসেস রেটের উপর নির্ভর করে না । Task I finished এ আপনি দেখতে পারবেন কি কি কাজ শেষ করেছেন । Basic এবং Hire Groups দুই ধরণের কাজই দেখতে পারবেন । কাজ শেষ করার পর আপনাকে এমপ্লয়ার রেট দিবে "Satisfied" মানে কাজটি সফলভাবে করেছেন, সেজন্য আপনি পেমেন্ট পাবেন । আর যদি এমপ্লয়ার আপনাকে "Not satisfied" রেট দেয় তবে বুঝতে হবে আপনার কাজে কোথাও ভুল হয়েছে । আপনার কি ভুল হয়েছে সেটা দেখতে Task I finished এ ক্লিক করে ডান পাশে Details লেখার উপর ক্লিক করে অপেক্ষা করুন । তারপর ছোট বক্সে একদম নিচে দেখতে পাবেন লেখা আছে Employer comment
  • সাইন আপঃ এখানে আপনাকে বিভিন্ন সাইটে একাউন্ট খুলতে বলা হবে । তবে Google, You tube, Zeekler, Donkeymails  এ সাইন আপ-এর কাজই বেশি করতে হয় । আপনাকে একটি বৈধ ইমেইল আইডি দিয়ে একাউন্ট খোলতে হবে এসব সাইটে । কাজ করার পর আপনাকে প্রুফ হিসাবে ইমেইল আইডি যেটা দিয়ে ঐ সাইটে আপনি একাউন্ট খুলেছেন সেটা, কনফানমেশন মেসেজ, পাসওয়ার্ড (ঐ সাইটে) ইত্যাদি সাবমিট করতে হবে ।
  • ফেইসবুক লাইকঃ এখানে আপনাকে ফেইসবুকের কোন পেইজ বা ফটো লাইক করা বা আপনার ওয়ালে পোস্ট করা ইত্যাদি করতে হবে । তবে আপনার ফেইসবুক বন্ধুর সংখ্যা থাকতে হবে ৫০ বা ১০০ এর উপর  এবং আপনার প্রোফাইলটা অবশ্যই পাবলিক ভিউ এ রাখতে হবে । প্রুফ হিসাবে ফেইসবুক ইউজার নেম, প্রোফাইল লিংক ইত্যাদি সাবমিট করতে হবে ।
  • ভোটঃ বিভিন্ন ছবি বা সাইটে ভোট দিতে হবে । প্রুফ হিসাবে ভোট নাম্বার, ভোট দেয়ার পর যে মেসেজ লেখা আসে সেটা ইত্যাদি সাবমিট করতে হবে ।
  • টুইটারঃ এজন্য আপনার একটি টুইটার একাউন্ট লাগবে । এখানে আপনাকে কোন এমপ্লয়ারকে ফলো করতে আলা হবে অথবা এমপ্লয়ারের টুইটকে রিটুইট করতে হবে । সেক্ষেত্রে প্রুফ হিসাবে টুইটার ইউজার নেম, প্রোফাইল লিংক ইত্যাদি সাবমিট করতে হবে ।
  • কমেন্ট করাঃ বেশিরভাগ কাজ থাকে ইউটিউবে ভিডিওতে কমেন্ট করা । প্রুফ হিসাবে লিংক সাবমিট করতে হবে । 
 খুব সহজেই সাইন আপ করে ০.১০$, ফেইসবুকে কাজ করে ০.১০-.০২০$, ভোট দিয়ে ০.১০-০.১৫$, টুইটারে কাজ করে ০.১৫$, কমেন্ট করে ০.১২$ আয় করতে পারেন । প্রতিদিন ১৫-২০টি কাজ করে ২-৩$ আয় করা খুবই সহজ । আপনি এখান থেকে মাসে প্রায় ৬০-৭০$ আয় করতে পারবেন ।

টাকা দেশে আনবেন কিভাবে?
মাইক্রোওয়ার্কার্সে কাজ করে আপনি এলার্টপে অথবা মানিবুকার্সের মাধ্যমে টাকা আনতে পারবেন । বাংলাদেশে দুইটাই সাপোর্ট করে । মেনুবারে Withdraw লেখার উপর ক্লিক করলে আপনি বিস্তারিত জানতে পারবেন । সর্বনিম্ন ১১$ হলে আপনি টাকা তুলতে পারবেন । Place a new withdrawal request লেখাতে ক্লিক করে কত টাকা তুলতে চান সেটা ঠিক করে নিতে পারেন । তারপর এলার্টপে অথবা মানিবুকার্সের ইমেইল আইডি (একাউন্ট খোলতে হবে) দিতে হবে । ২০-২৫ দিনের মধ্যে আপনার ঠিকানায় একটি পিন কোড পাঠানো হবে, সেই পিন কোডটি বসালেই আপনার টাকা
এলার্টপে অথবা মানিবুকার্স একাউন্টে জমা হবে । সেখান থেকে চেক, ব্যাংক একাউন্ট বা মাস্টার কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন । ব্র্যাক ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক থেকে খুব সহজেই টাকা তুলা যায় । তবে টাকা করার আগে অবশ্যই আপনার ঠিকানা ভালো করে দেখে নিবেন ।

কিভাবে মাইক্রোওয়ার্কার্সে একাউন্ট খুলবেন?
মাইক্রোওয়ার্কার্সে একাউন্ট খোলা সম্পূর্ণ ফ্রি । কম্পিউটার দিয়ে একাউন্ট খোলতে গেলে দেখায় যে আপনার আইপি এড্রেসটি আগেই ব্যবহার করা হয়ে গেছে । তবুও আপনি চেষ্টা করে দেখতে পারেন । একাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করুন
 তবে ভালো হয় কোন মোবাইল ফোন ব্যবহার করলে । সেক্ষেত্রে খুব দ্রুত একাউন্ট খোলতে পারবেন । 

ফ্রিল্যান্সিং বা ব্লগিং করে কিভাবে টাকা আয় করবেন তা নিয়ে অতি তাড়াতাড়িই একটি পোস্ট দেবো ইনশাআল্লাহ ।