রবিবার, ২৫ নভেম্বর, ২০১২

ফ্রেন্ড লিস্ট থেকে ডিএক্টিভেটেড প্রোফাইলগুলো রিমোভ করুন

বর্তমানে ফেইসবুক হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং বড় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম । ফেইসবুকের অনেক কিছু পরিবর্তনের কারণে অনেক ব্যবহারকারীকে সমস্যায় পড়তে হয় । যেমন, টাইমলাইন, হ্যাকিং, অনুমতি ছাড়াই কাউকে গ্রুপে যোগ করা ইত্যাদি । আরো একটি সমস্যা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে ডিএক্টিভেটেড প্রোফাইল থাকা । যদিও এটি বড় কোন সমস্যা না তবুও এটি আপনার ফ্রেন্ড লিস্টে সঠিক ফ্রেন্ডের সংখ্যা জানতে সমস্যা সৃষ্টি করে থাকে । কিন্তু খুব সহজেই আপনি ফ্রেন্ড লিস্টের ডিএক্টিভেটেড প্রোফাইলগুলো রিমোভ করে দিতে পারেন । আসুন জেনে নেই কিভাবে আপনি ডিএক্টিভেটেড প্রোফাইলগুলো রিমোভ করে দিবেন ।

ডিএক্টিভেটেড প্রোফাইলগুলো খুঁজে বের করা : আপনি কিভাবে জানবেন আপনার একাউন্টে 'গোস্ট প্রোফাইল' আছে? এটা খুব সহজ ব্যপার । প্রথমে আপনি আপনার প্রোফাইলে গিয়ে বন্ধুর সংখ্যা নোট করুন । এই সংখ্যাটি এক্টিভ এবং ডিএক্টিভ দুই ধরনের ফ্রেন্ডের সংখ্যা । 
এখন আপনি  https://www.facebook.com/me/friends ঠিকানায় যান । তারপর সম্ভব হলে আপনার ফ্রেন্ডদের প্রোফাইল সংখ্যা গুনে নিন । এটা আগে নোট করা সংখ্যার চেয়ে সম্ভবত কম হবে ।
কেন এমন হয়? মনে করেন, আপনার বন্ধু সংখ্যা ১০০ জন । মি. এক্স আপনাকে ফেইসবুকে বন্ধু হিসেবে যোগ করল । তাহলে সংখ্যাটি দাঁড়ালো ১০১. কিন্তু কিছুদিন পর মি. এক্স তার ফেইসবুক একাউন্ট ডিএক্টিভেট করে দিলো । এতে করে আপনার সত্যিকার ফ্রেন্ডের সংখ্যা ১০০ হলো, কিন্তু তালিকায় আপনাকে ১০১ জন বন্ধুই দেখাবে ।

ডিএক্টিভেটেড প্রোফাইল রিমোভ করা : আপনি খুব সহজেই গোস্ট প্রোফাইলগুলো রিমোভ করতে পারেন । আপনি যদি Types a friend's name লেখা বক্সে কোন অক্ষর লিখলেই আপনার ঐ অক্ষরের সকল বন্ধুর প্রোফাইল দেখাবে । মনে করেন আপনি লিখলেন 'x' তাহলে মি. এক্সের প্রোফাইল দেখাবে ।
আপনি খুব সহজেই ডিএক্টিভেটেড প্রোফাইল চিহ্নিত করতে পারবেন প্রোফাইল ফটোবিহীন ছায়ামূর্তি থেকে । যদি ঐ ছায়ামূর্তিগুলো এক্টিভ প্রোফাইলের হয়ে থাকে তাহলে একটি পপ-আপ বক্স আসবে যখন আপনি নিচের ছবির মতো ছায়ামূর্তির উপর মাউস পয়েন্টার রাখবেন । অন্যথায়, আপনি বুঝতে পারবেন একাউন্টি ডিএক্টভেটেড । তারপর ঐ প্রোফাইলে ক্লিক করার পর আপনাকে একটি মেসেজ দেখাবে যে প্রোফাইলটি ডিএক্টিভেটেড । এখন আপনি তাকে আন-ফ্রেন্ড করে দিলেই কাজ শেষ । 


এরকম দেখালে বুঝতে হবে প্রোফাইলটি এক্টিভ ।

শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১২

আপনার ওয়ার্ডপ্রেস ব্লগকে ব্লগারে রুপান্তরিত করুন

বিসমিল্লাহির রহমানির রহীম । আসসালামু আলাইকুম । আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব । বিষয়টি হল ব্লগিং নিয়ে । বর্তমানে ব্লগিং ইন্টারনেটে টাকা উপার্জনের একটি সবচেয়ে সহজ উপায় । কিন্তু এর জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে । আমরা যারা ব্লগ  সম্পর্কে কিছুটা হলেও জানি তারা ব্লগার এবং ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালোভাবেই জানি । ফ্রি ব্লগ চালু করার সবচেয়ে জনপ্রিয় দুটি সাইট কলো ব্লগার এবং ওয়ার্ডপ্রেস । অনেকে ব্লগ চালু করতে গিয়ে দ্বিধায় পড়ে যান কোনটাতে ব্লগ খুলবেন । এদিক দিয়ে ব্লগারই সবচেয়ে সহজ ও জনপ্রিয় । তাই যারা ওয়ার্ডপ্রেসে ব্লগ চালু করেছেন তারা আবার ব্লগারে একাউন্ট খুলে বা খুলতে চায় । যারা ইতোমধ্যে ওয়ার্ডপ্রেসে ব্লগিং করছেন, কিন্তু সেটা  বাদ দেওয়া যাচ্ছে না আবার ওয়ার্ডপ্রেস ব্যবহার করেও ভালো লাগছে না তারা এই কাজটি করতে পারেন । খুব সহজেই আপনি আপনার ওয়ার্ডপ্রেস ব্লগকে ব্লগারে পরিবর্তন করতে পারবেন । এখানে সেটাই আলোচনা করা হলো ।

প্রথম ধাপ : প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেস একাউন্টে লগইন করুন (ফ্রি ইউজার) । এরপর যে ব্লগটি ব্লগারে পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করুন । এরপর ওয়ার্ডপ্রেস নেভিগেট মেনুতে ক্লিক করুন । এখান থেকে Tool লেখা অপশনটি সিলেক্ট করুন । 


দ্বিতীয় ধাপ : Tool অপশনে ক্লিক করলে আরো কিছু অপশন দেখতে পাবেন । সেখান থেকে Export লেখাটিতে ক্লিক করুন । Choose what to Export শিরোনামে অন্তর্গত All Content লেখাটির বাম পাশে বৃত্তটিতে ক্লিক করুন । আপনি শুধু একটি পেইজ বা পোস্টও সিলেক্ট করতে পারেন । সেক্ষেত্রে শুধু ঐ পেইজটি বা পোস্টটি কনভার্ট হবে । এরপর Download Export File এ ক্লিক করুন । ডাউনলোড করে আপনার ড্রাইভে সেভ করে রাখতে হবে ।

 তৃতীয় ধাপ : এই কাজটি করার জন্য খুব সুন্দর একটি এপ্লিকেশন আছে । কনভার্ট করার জন্য সেই এপ্লিকেশনটি আপনাকে ব্যবহার করতে হবে । কনভার্ট করার জন্য এই App page ভিসিট করুন । পেইজটি লোড হবার পর কতগুলো নির্দেশনা দেখতে পাবেন । এর মধ্যে ৬ নম্বর নির্দেশনার পর একটি বক্সের ডানপাশে Browse এবং Convert লেখা দেখতে পাবেন । এখন আপনি ওয়ার্ডপ্রেস থেকে ডাউনলোড করা ফাইলটি এখানে ব্রাউজ করে কনভার্ট এ ক্লিক করুন । কনভার্ট করার পর এটি সেভ করতে হবে ।

চতুর্থ ধাপ : এবার ব্লগারে ইমপোর্ট করার পালা । এটি খুবই সহজ । প্রথমে ব্লগার একাউন্টে লগইন করুন । তারপর Create a Blog link লেখাটিতে ক্লিক করুন । তাহলে নতুন একটি ব্লগ চালু হবে । কিন্তু আপনি যদি আপনার পূর্বের কোন ব্লগে এটি নিতে চান তাহলে প্রথমে ব্লগার ড্যাশবোর্ড যান । সেখান থেকে Settings >> Other >> Import Blog. সিলেক্ট করে আপনার ফাইলটি ইমপোর্ট করুন ।

undefined

এবার শুধু আপনার ব্লগটি আপলোড হতে দিন । এরপর আপনি ব্লগটি পাবলিশ করে দিন, ব্যস কাজ শেষ । তবে আপনি 1MB সমান বা তার চেয়ে কম সাইজের ফাইল কনভার্ট এবং আপলোড করতে পারবেন । মন খারাপ করবেন না, খুব শীঘ্রই আপনি এর চেয়ে বড় সাইজের যেকোন ফাইল কনভার্ট এবং  আপলোড করতে পারবেন ।

অলৌকিকভাবে ১৮ বছরের যুবক নারী হয়ে গেলেন

সারাদিন পরিশ্রম করে রাতে বিছানায় ঘুমাতে যান বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বনতেঁতুলিয়ার মণ্ডলপাড়া গ্রামের যুবক লাল চাঁন । কিন্তু বিছানায় ঘুমাতে যাওয়ার পর রাত আনুমানিক ১০টার দিকে তার শরীরে শিহরণ শুরু হয় এবং সে একটি ব্যথা অনুভব করে । রাত ১২টার সময় তিনি তার বুকে হাত দিয়ে দেখে তার স্তন দুটি  মেয়েদের মতো বড় হয়ে গেছে । এরপর সে তার গোপনাঙ্গে হাত দিয়ে দেখে গোপনাঙ্গটি ভিতরের দিকে চলে গেছে এবং নারীদের মতো রুপ নিয়েছে । সকালবেলা সে তার ভাবিকে ডেকে নিয়ে তার শারীরিক পরিবর্তনগুলো দেখায় । তার ভাবি পরিবর্তনগুলো দেখে এবং হাত দিয়ে নাড়াচাড়া করে পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হয় । পরে ভাবি খালেদা আক্তার পরে বিষয়টি পরিবারের সবার কাছে প্রকাশ করেন । 

ঘটনাটি প্রথমে পরিবার, পরে এলাকাবাসী জানতে পারে এবং এ আশ্চর্য ঘটনা দেখতে হাজার হাজার মানুষ লাল চাঁনদের বাড়িতে ভিড় করে । পরিবার সূত্রে জানা যায়, ক্ষুদ্র ব্যবসায়ী লাল চাঁনের বেশ কিছুদিন ধরে মুখে দাড়ি ওঠা বন্ধ হয়েছে এবং চেহারার মধ্যে একটা মেয়েলি ভার পরিলক্ষিত হয় । গত বুধবার সারাদিন কাজ শেষে ঘুমাতে গেলে এই আকস্মিক ঘটনাটি ঘটে ।  তার পিতার নাম আক্কাস আলী । এরকম ঘটনা এলাকায় প্রথম । তবে বগুড়া মেডিকেল কলেজের ডাক্তাররা বলেছেন, এরি হরমোনজনিত ।

মোবাইল ফোনও এবার ভাঁজ করা যাবে

শিরোনাম দেখে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, খুব শীঘ্রই বাজারে আসছে এমন একটি মোবাইল ফোন যা ভাঁজ করে রাখা যাবে । হ্যাঁ, এমনটাই দাবি করছেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং । এই প্রতিষ্ঠানের গ্যালাক্সি সিরিজের 'এস ৪' স্মার্টফোনে নমনীয় প্লাস্টিকের ডিসপ্লে থাকবে, ফলে খুব সহজেই মোবাইল ফোনটি ভাঁজ করা যাবে । ২০১৩ সালের শুরুতে এই স্মার্টফোনটি বাজারে ছাড়া হবে যাতে আরো থাকবে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা , অর্গানিক এলইডি বা ওএলইডি সিস্টেম । নকিয়া, এলজি, এসার ইত্যাদি কোম্পানিও এরকম মোবাইল বাজারে আনার আগ্রহ দেখিয়েছে । কিন্তু সবার আগেই বাজারে নমনীয় প্লাস্টিকের ডিসপ্লে সম্বলিত মোবাইল বাজারে ছাড়তে চায় স্মার্টফোন বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্যামসাং ।

শনিবার, ১৭ নভেম্বর, ২০১২

অনলাইনে ফাইল আপলোড করে টাকা আয়



আমরা অনেকেই ইন্টারনেটে বিভিন্ন ফটো, ভিডিও, মুভি, মিউজিক ইত্যাদি আপলোড করে থাকি । কিন্তু অনেকেই হয়তো জানি না এগুলো আপলোড করে টাকা আয় করা যায় । যেসব সাইটে আপনি ফাইল আপলোড করে টাকা আয় করতে পারেন সেই সাইটগুলোকে ফাইল শেয়ারিং সাইট বলা হয় । এই সব সাইটে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে । তারপর আপনি আপনার ফাইলটি আপলোড করে ডাউনলোড লিংক বিভিন্ন সাইট যেমন ফেইসবুক, টুইটার ইত্যাদিতে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন । তারপর প্রতি ডাউনলোডের জন্য আপনার একাউন্টে টাকা ডমা হতে থাকবে ।

যদিও এটি সময় সাপেক্ষ, তবু জনপ্রিয় সাইটে ডাউনলোড লিংক শেয়ার করে আপনি প্রতি মাসে ৩০-৪০ ডলার আয় করতে পারবেন । ফাইল শেয়ারিং এর অনেক সাইট আছে যেমন, হটফাইল, জিদ্দু, শেয়ারক্যাশ, ফাইল সার্ভ, ফাইল সনিক ইত্যাদি । একেক সাইটে একেক রকম সুবিধা । বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১২

কিভাবে হ্যাকারদের হাত থেকে আপনার ফেইসবুক একাউন্ট রক্ষা করবেন?


 ফেইসবুকে বর্তমানে ১০০০ মিলিয়নের চেয়ে বেশি পরিমানে একটিভ ব্যবহারকারী আছেন যদিও দৈনিক অনেক ফেইসবুক একাউন্ট হ্যাক হয়ে যায় । কিন্তু ফেইসবুক আপনাকে একটি সিকিউরিটি অপশন দিয়েছে আপনার একাউন্টটি একজন হ্যাকারের হাত থেকে বাঁচানোর জন্য । যেখানে আপনি আপনার মোবাইলে তাৎক্ষণিক মেসেজের মাধ্যমে জানতে পারবেন অন্য আইপি এড্রেস ব্যবহার করে কেই আপনার ফেইসবুক একাউন্টে প্রবেশ করতে চাইছে । এই প্রক্রিয়াটি নিশ্চিতভাবে  হ্যাকারদের হাত থেকে আপনার একাউন্ট রক্ষা করতে না পারলেও আপনার সিকিউরিটি শক্তি বাড়িয়ে দিবে । 

কিভাবে ফেইসবুক একাউন্টের সিকিউরিটি বাড়াবেন?
  1.  প্রথমে আপনার ফেইসবুক একাউন্টে Log in করুন ।
  2. তারপর Account Settings এ ক্লিক করুন ।
  3. এরপর বাম সাইটের মেনু থেকে Security লেখাটি বাছাই করুন ।
  4.  Login Notifications অপশনটিতে ক্লিক করুন ।
  5.    Email and Text message দুটো অপশনই সিলেক্ট করে দিন ।
  6. সবশেষে Save Changes লেখাটিতে ক্লিক করে বেরিয়ে আসুন ।

আপনার সাইটে দিনে দিনে কমে যাওয়া ভিজিটরদের ফিরিয়ে আনুন

ব্লগিং কেরিয়ারের জন্য খুবই বিপদ্জনক ব্যপার হচ্ছে ব্লগের ভিজিটর কমে যাওয়া । আর ব্লগের ভিজিটর কমে গেলে কঠোর পরিশ্রম করে ব্লগ তৈরি করেও মনে কষ্ট পান ব্লগাররা । অনেক কারণেই ব্লগের ভিজিটর কমে যেতে পারে । প্রায় প্রত্যেক ব্লগারের কেরিয়ারে এরকম ঘটে থাকে । তাই আজকে এখানে আপনাদের জন্য কিছু টিপস্ দিচ্ছি কি কারণে ব্লগারের ভিজিটর কমে যায় এবং কিভাবে সেখান থেকে পরিত্রাণ পাওয়া যায় ।

কিভাবে ব্লগের ভিজিটর বাড়াবেন?

নিয়মিত ব্লগ আপডেট করুন : ব্লগ আপডেট না করাই ভিজিটর কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ । এখানে আমি নিয়মিত শব্দটি ব্যবহার করেছি যার মানে হচ্ছে আপনি ব্লগ পোস্ট করবেন নিয়মিতভাবে । সেটা হতে পারে অনেকটা এরকম.. সোমবার, বুধবার, শুক্রবার এবং রবিবার । মাস কিংবা বছরের পর বছর এই ধারাবাহিকতা রেখে পোস্ট করতে হবে । 
আপনি যদি সোমবার, মঙ্গলবার, বুধবার তারপর শনিবার এই নিয়মে পোস্ট করেন তাহলে ওয়েবমাস্টার ক্রলার দ্বিধায় পড়ে যায় এবং আপনার সাইটের রেংকিং কমে যায় ।

কিছু ব্যাকলিংক তৈরি করুন : আপনার সাইটে যদি যথেষ্ট পরিমাণ ভিজিটর থাকে এবং এক সময় তা কমতে শুরু করে তবে আপনাকে আপনার সাইটের ব্যাকলিংক নিয়ে চিন্তা করতে হবে । যদি আপনার পেজ রেংক কম থাকে তাহলে গুগুল আপনার সাইটে ভিজিটর আনয়নে সাহায্য করবে না । তাই প্রচুর ব্যাকলিংকই পারে আরনার সাইটের ভিজিটর বাড়াতে ।

 ব্লগ প্রমোট করতে ভুলবেন না : সামাজিক যোগাযোগ সাইটগুলো যেমন ফেইসবুক, টুইটার আপনার সাইটের ভিজিটর বাড়াতে বিরাট ভূমিকা রাখতে পারে । আপনার ব্লগের জন্য একটি ফেইসবুক পেইজ তৈরি করুন এবং ফেইসবুক লাইক বক্সের মাধ্যমে আপনি সাইটের ভিজিটর বাড়াতে পারবেন ।
প্রত্যেক পোস্টের নিচে ভিজিটরদের তাদের ফেইসবুক একাউন্টে পোস্টটি শেয়ার করতে বলুন ।

 পাঠকদের সাথে সম্পর্ক : পাঠকদের কমেন্টে তাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করুন । আর আপনার পোস্ট অবশ্যই সাম্প্রতিক হওয়া চাই যা পাঠকদের সাহায্য করবে । 



 এসব কিছু ঠিকঠাক মতো করতে পারলে আপনার কমে যাওয়া ভিজিটরদের সংখ্যা আবার আগের মতো বেড়ে যাবে ইনশাআল্লাহ ।