শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১২

মোবাইল ফোনও এবার ভাঁজ করা যাবে

শিরোনাম দেখে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, খুব শীঘ্রই বাজারে আসছে এমন একটি মোবাইল ফোন যা ভাঁজ করে রাখা যাবে । হ্যাঁ, এমনটাই দাবি করছেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং । এই প্রতিষ্ঠানের গ্যালাক্সি সিরিজের 'এস ৪' স্মার্টফোনে নমনীয় প্লাস্টিকের ডিসপ্লে থাকবে, ফলে খুব সহজেই মোবাইল ফোনটি ভাঁজ করা যাবে । ২০১৩ সালের শুরুতে এই স্মার্টফোনটি বাজারে ছাড়া হবে যাতে আরো থাকবে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা , অর্গানিক এলইডি বা ওএলইডি সিস্টেম । নকিয়া, এলজি, এসার ইত্যাদি কোম্পানিও এরকম মোবাইল বাজারে আনার আগ্রহ দেখিয়েছে । কিন্তু সবার আগেই বাজারে নমনীয় প্লাস্টিকের ডিসপ্লে সম্বলিত মোবাইল বাজারে ছাড়তে চায় স্মার্টফোন বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্যামসাং ।