শনিবার, ১৭ নভেম্বর, ২০১২

অনলাইনে ফাইল আপলোড করে টাকা আয়



আমরা অনেকেই ইন্টারনেটে বিভিন্ন ফটো, ভিডিও, মুভি, মিউজিক ইত্যাদি আপলোড করে থাকি । কিন্তু অনেকেই হয়তো জানি না এগুলো আপলোড করে টাকা আয় করা যায় । যেসব সাইটে আপনি ফাইল আপলোড করে টাকা আয় করতে পারেন সেই সাইটগুলোকে ফাইল শেয়ারিং সাইট বলা হয় । এই সব সাইটে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে । তারপর আপনি আপনার ফাইলটি আপলোড করে ডাউনলোড লিংক বিভিন্ন সাইট যেমন ফেইসবুক, টুইটার ইত্যাদিতে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন । তারপর প্রতি ডাউনলোডের জন্য আপনার একাউন্টে টাকা ডমা হতে থাকবে ।

যদিও এটি সময় সাপেক্ষ, তবু জনপ্রিয় সাইটে ডাউনলোড লিংক শেয়ার করে আপনি প্রতি মাসে ৩০-৪০ ডলার আয় করতে পারবেন । ফাইল শেয়ারিং এর অনেক সাইট আছে যেমন, হটফাইল, জিদ্দু, শেয়ারক্যাশ, ফাইল সার্ভ, ফাইল সনিক ইত্যাদি । একেক সাইটে একেক রকম সুবিধা । বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন