বিনোদন

 যশ চোপড়ার 'জাব তক হে জান' পারবে কি 'এক থা টাইগার' এর রেকর্ড ভাঙ্গতে?



 শাহরুখ, ক্যাটরিনা ও আনুশকা শর্মা অভিনীত 'জাব তক হে জান' বক্স অফিসে এক নাম্বার অবস্থানে আছে । ৫ম দিন শেষে কিং অব রোমান্স খ্যাত প্রয়াত পরিচালক যশ চোপড়ার 'জাব তক হে জান' ৭৫ কোটি রুপির ব্যবসা করেছে । দিওয়ালিতে মুক্তি পাওয়া এই প্রথম কোন ছবি ৫ম দিন শেষে এত রুপির ব্যবসা করল ।

যাই হোক, এখন পর্যন্ত সালমানের 'এক থা টাইগার' ২০১২ সালের ব্যবসা সফল ছবি । 'এক থা টাইগার' সপ্তাহ শেষে ১০৩ কোটি রুপি ঘরে তুলিছল । শাহরুখ খানের 'জাব তক হে জান' কি পারবে সেই রেকর্ড ভেঙ্গে দিতে ।

৫০ কোটি রুপি বাজেটের এই ছবিটি গত ১৩ই নভেম্বর দিওয়ালিতে ২৫০০ এর চেয়ে বেশি সিনেমা হলে মুক্তি দেয়া হয় । অন্যদিকে একই দিনে অজয় দেবগনের 'সন অব সর্দার' মুক্তি পায় । পাঁচ দিন শেষে 'সন অব সর্দার' ৬৫ কোটি রুপি ঘরে তুলেছে । ধারণা করা হচ্ছে এই প্রথম দিওয়ালিতে মুক্তি পাওয়া দুটি ছবিই ১০০ কোটি রুপির ব্যবসা করবে । 

 

 

 

 সুদিনের পথে বাংলা চলচ্চিত্র

 

"টেলিভিশন ছবিটি আমার দারুণ ভালো লেগেছে । বাংলাদেশের চলচ্চিত্র এত দূর এগিয়ে গেছে ভাবতেই পারিনি । আমি মুগ্ধ হয়ে গেছি । এই মুগ্ধতা প্রকাশের ভাষব আমার নেই ।" কথাগুলো বলেছেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব কিম কি দুক । কথাগুলো বলেই ছবিটির পরিচালক মোস্তফা সারোয়ার ফারুকীকে জড়িয়ে ধরলেন তিনি । গত শনিবার দক্ষিণ কোরিয়ায় শেষ হয়েছে এশিয়ার অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব 'পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' । সেখানে বাংলাদেশের 'টেলিভিশন' সিনেমাটি প্রদর্শিত হয় । সেখানেই ঘটনাটি ঘটে । সমাপনী অনুষ্ঠানের আগে শুক্রবার এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ফারুকী জানিয়েছেন, টেলিভিশন পুসানে সমাপনী ছবি হিসেবে নির্বাচিত হওয়ার খবর শুনে তিনি আনন্দে অশ্রুসিক্ত হয়েছিলেন।
এই সাক্ষাৎকারে ফারুকী বলেন, ‘বাইরের দুনিয়া বাংলাদেশকে সিনেমা নির্মাতা দেশ হিসেবে চেনে না। সেই দিক থেকে এটি আমার কাছে অনেক বড় পাওয়া। একই সঙ্গে বাংলাদেশের তরুণ নির্মাতাদের জন্যও এটি একটি বড় সুসংবাদ।’

পারলে ঠেকা ছবিতে জয়া আহসান
বর্তমান সময়ে আমাদের দেশের তরুণ নির্মাতারা অনেক ভালো ছবি দর্শকদের উপহার দিচ্ছেন । বিভিন্ন চলচ্চিত্র উৎসবে আমাদের ছবিগুলো প্রশংসিত হচ্ছে । বাংলা চলচ্চিত্রের দিন আস্তে আসাতে বদলে যাচ্ছে, যুব সমাজের চাহিদা বুঝে নির্মাতারা ছবি তৈরি করছেন । এর মধ্য রয়েছে অস্কারের জন্য মনোনীত হুমায়ুন আহমেদের 'ঘেটুপুত্র কমলা', মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এর "ছায়াছবি", এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র উৎসব দক্ষিন কোরিয়ার পুসানে যাওয়া মুস্তফা সারোয়ার ফারুকী এর "টেলিভিশন‌", রেদোয়ান রনির "চোরাবালি", মাসুদ আখন্দের "পিতা", সামুরাই মারুফের "পারলে ঠেকা" ইত্যআদি । 
আমাদের চলচ্চ্চিত্রের এই নতুন দিনের সূচনাতে সকলের স্বাগত জানাতে হবে । ক্ষ্যাত বাংলা চলচ্চিত্র বলে গালি দিয়ে সব মেধাবী নির্মাতাদের চলচ্চিত্র দেখতে হবে এবং সমালোচনা করতে হবে । যাতে তারা আরো ভালো ছবি আমাদের উপহার দিতে পারে । এতে করে উন্নয়ন হবে দেশীয় চলচ্চিত্রের এবং অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে ।

 

 

 

 আলিয়া ভাটের প্রথম ছবি 'স্টুডেন্ট অব দ্য ইয়ার'

 

আগামী ১৯ শে অক্টোবর বলিউডে অভিষেক হতে যাচ্ছে পরিচালক মহেশ ভাট এবং অভিনেত্রী সোনি রাজদানির কন্যা আলিয়া ভাটের । তবে তার অভিষেক বাবা মহেশ ভাটের কোনো ছবিতে নয়, অভিষেক হচ্ছে বলিউডের রোমান্টিক ছবির সফল পরিচালক করণ যোহরের 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ছবিতে । ছোটকাল থেকেই আলিয়ার অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল । তাই ছোটবেলাতেই অক্ষয়-প্রীতি জিনতার অভিনীত 'সংঘর্ষ' ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয়ের হাতেখড়ি হয়েছিল । তার অভিনয় জগতে আসার ব্যপারে তার বাবা-মা দুজনের উৎসাহও ছিল অনেক । তবে মহেশ ভাটের চাওয়া ছিল নিজ যোগ্যতা বলে তার মেয়ের অভিষেক হোক অন্য কোন পরিচালকের হাতে । তার ইচ্ছাই পূরণ হয়েছে । তার মেয়ের অভিষেক হতে যাচ্ছে করণ যোহরের মতো বড় মাপের পরিচালকের ছবিতে ।

এই ছবিতে আলিয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলে ও রোহিত ধাওয়ানের ভাই বরুণ ধাওয়ান এবং মডেল সিদ্ধার্থ মালহোত্রা । তাদেরও এই সিনেমা দিয়েই অভিষেক হচ্ছে । টিনেজারদের প্রেম-ভালবাসা নিয়েই ছবিটির কাহিনী । এর গল্প  হচ্ছে অভিমন্যু (সিদ্ধার্থ মালহোত্রা) এবং রোহান (বরুণ ধাওয়ান) নামের দুটি ছেলেকে নিয়ে যারা প্রতিযোগিতা, দ্বেষ, সফলতা ও ব্যর্থতার পথ পাড়ি দিয়ে দেরাদুন সেন্ট তেরেসা উচ্চ বিদ্যালয়ের 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ট্রফি জয় করতে চায় । একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অভিমন্যু উরফে অভি সফলতা ও সমৃদ্ধি অর্জন করতে চায়, অন্যদিকে বড়লোক ব্যবসায়ীর ছেলে রোহান উরফে রো 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ট্রফিটি জয় করার  জন্য প্রার্থনা করতে থাকে । যখন ভিন্ন পটভূমি এবং পরিস্কার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া দুইজন লকার রুম, ফুটবল মাঠ, ক্যান্টিন সব জায়গায় প্রতিযোগিতায় লিপ্ত, তখন সেন্ট তেরেসা স্কুলের সমীকরণ যে পরিবর্তন হতে যাচ্ছে এ বিষয়ে কারও মনে কোন প্রশ্ন নেই । কিন্তু হঠাৎ করেই তাদের দুজনের দ্বন্দ্ব বন্ধুত্বের দিকে মোড় নেয়, আর তখনি দেখা দেয় জটিলতা । 
১৯/১০/২০১২
জটিলতা আরও গভীর হয়ে দেখা দেয় যখন ক্যাম্পাসের সবচেয়ে জনপ্রিয় মেয়ে শানায়া সিংহানিয়া (আলিয়া ভাট) এই সমীকরণের অংশ হয়ে যায় । ইতোমধ্যে অভি তার প্রিয় বন্ধুর প্রেমিকার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং শানায়ার গোপন ভাব বিনিময় অভি ও রোহানের বন্ধুত্বের মাঝে একটি ফাটল সৃষ্টি করে । ঘটনার শেষ দিকে, যখন অভি এবং রোহান 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' প্রতিযোগিতায় একে অপরের মুখোমুখি, তখন বন্ধু যেন শত্রুতে পরিণত হয় । এই প্রতিযোগিতা অভি, রোহান এবং শানায়াকে নতুন করে ভাবিয়ে তুলে । কি করবে অভি? জয় নাকি বন্ধুত্বকে বেছে নেবে অভি? স্বপ্ন অথবা জয় দুটোই রোহানের সামনে । রোহান কোনটি বেছে নেবে ? অন্যদিকে শানায়াই বা কি করবে? এসব প্রশ্নের উত্তর পেতে হলে ১৯ শে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের । 
ছবিটি প্রযোজনা করেছেন করণ যোহর এবং গৌরী খান । ধর্মা প্রোডাকশন এবং রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যনারে মুক্তি পাচ্ছে ছবিটি ।
সূত্র: বলিউড হাঙ্গামা.


 

 

 রানী আসছেন 'আইয়া' নিয়ে

 দীর্ঘ ছয় মাস পর রানী মুখার্জি 'আইয়া' ছবির মাধ্যমে আবার দর্শকের সামনে হাজির হচ্ছেন । বলিউডে নায়ক নির্ভর ছবির সফলতার হার বেশি, তাই নায়িকা নির্ভর ছবি ‘আইয়া’ নিয়ে টেনশনে আছেন রানী মুখার্জি । কিন্তু রানী ছবিটিকে নায়িকা নির্ভর বলতে রাজি নন । দিল্লীর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আইয়া-কে রোমান্টিক ছবি বলা যেতে পারে, তবে ছবিটিকে নারী কেন্দ্রিক বলা যায় না ।" টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, "শাহরুখ, আমির এবং সালমানদের অনুপ্রেরণাই আমি ‘আইয়া’ ছবিতে অভিনয়ের সাহস দেখিয়েছি।" ছবিটিতে রানীর বিপরীতে আছেন মালায়াম অভিনেতা প্রিথবিরাজ । বলিউডে এটাই তার প্রথম ছবি । ছবিটির কাহিনী গড়ে উঠেছে এক মারাঠি মেয়ে মিনাক্ষী দেশপান্ডেকে নিয়ে (রানী মুখার্জি) যার বাবা-মা তার জন্য উপযুক্ত পাত্র খোঁজায় ব্যস্ত । কিন্তু মেয়েটি এক তামিল আর্টিস্ট সুরিয়ার (প্রিথবিরাজ) প্রেমে পড়ে ।
ছবিটির নির্মাতা মারাঠি পরিচালক শচীন কুন্দলকার । আগামী ১২ই অক্টোবর ছবিটি মুক্তি পাবে । দুই সপ্তাহ পর মুক্তি পাচ্ছে রানীর আরেক ছবি 'তালাশ' । 'তালাশ' ছবিটিতে আরো অভিনয় করেছেন আমির খান এবং কারিনা কাপুর । ইতিহাস বলছে, আমিরের ছবির কাছাকাছি সময়ে মুক্তিপ্রাপ্ত সব ছবি ফ্লপ হয় । ছয় মাস ধরে স্ক্রিনে না থাকা রানীর বিশ্বাস, দর্শক তাকে হতাশ করবেনা । 
সূত্রঃ Wikipedia, Times of India.

 

যশ চোপড়ার শেষ ছবি 'জব তক হে জান' (Jab Tak Hai Jaan)


 ২০১১ সালের জুন মাসে 'যশ রাজ ফিল্মস' একটি ঘোষণা দিল তাদের প্রতিষ্ঠান থেকে একটি ছবি নির্মাণ করা হবে যে ছবিটি মুক্তি দেয়া হবে ২০১২ সালের ১৩ই নভেম্বরে দিওয়ালিতে । ছবিটি পরিচালনা করবেন 'যশ রাজ ফিল্মস' এর প্রতিষ্ঠাতা যশ চোপড়া । বলিউডে তার কেরিয়ারের অর্ধশত বছর উদযাপন উপলক্ষে ছবিটি তিনি নিজেই পরিচালনা করেছেন  । এই ছবির মাধ্যমে দীর্ঘ ৮ বছর পর তিনি পরিচালনায় ফিরলেন । এটি তার পরিচালনায় ১৪তম ছবি এবং তার পরিচালিত সর্বশেষ ছবিটি হলো 'ভীর জারা' । ভীর জারা ছবির মতো এ ছবিটির কাজও শুরু হয় নাম ঠিক না করেই । ২০১২ সালের সেপ্টেম্বরে ঘোষণা করা হয় ছবিটির নাম হবে 'জব তক হে জান' । ১৯৭৫ সালে নির্মিত সুপারহিট 'শোলে' ছবির একটি গান থেকে 'জব তক হে জান' ছবিটির নাম দেয়া হয় । সম্ভবত এই ছবিটিই ৮০ বছর বয়সী যশ চোপড়ার পরিচালনায় শেষ ছবি । নির্মাতা করন যোহর বলেছেন, "সে (যশ চোপড়া) আমার বাবার মতো । এ বছর মুক্তিপ্রাপ্ত সকল ছবির মধ্যে 'জব তক হে জান' ছবিটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেননা, এটি সম্ভবত যশজি নির্মিত শেষ ছবি ।"
 ছবিটির গল্প লিখেছেন যশ চোপড়া তনয় আদিত্য চোপড়া । 'জব তক হে জান' ছবিটি একটি ত্রিভূজ প্রেমের ছবি, এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রোমান্টিক ছবির সবচেয়ে সফল নায়ক কিং শাহরুখ খান এবং তার সাথে আরো আছেন ইন্দো-ব্রিটিশ ললনা ক্যাটরিনা কাইফ ও হালের আনুশকা শর্মা । এটি শাহরুখ-ক্যাটরিনা জুটির প্রথম ছবি এবং আনুশকার সাথে শাহরুখের দ্বিতীয় ছবি । শাহরুখের সাথে আনুশকার প্রথম ছবি 'রব নে বানাদি জোড়ি'ও যশ রাজ ফিল্মস-এর ব্যানারে নির্মিত । ছবিটিতে শাহরুখ খান সমর, ক্যাটরিনা রাধিকা এবং আনুশকা আকিরা চরিত্রে অভিনয় করেছেন । মুম্বাইয়ে 'যশ রাজ ফিল্মস'-এর স্টুডিওতে ছবিটির শুটিং শুরু হয় ৯ই জানুয়ারি ২০১২ সালে । এরপর ছবিটির অনেকাংশ চিত্রায়ন করা হয়েছে লন্ডনে । ভূস্বর্গ কাশ্মীরেও ছবিটির কিছু অংশের শুটিং করা হয়েছে । ছবিটির সংগীত পরিচালনা করেছেন অস্কার জয়ী সংগীত পরিচালক এ. আর. রহমান ।

এ বছর মুক্তি পেয়েছে সালমান-ক্যাটরিনা অভিনীত রোমান্টিক-একশন ছবি এক থা টাইগার । ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট তকমা পেয়েছে । বলিউড ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল ছবি থ্রি ইডিয়টস-এর রেকর্ড ভাঙ্গার পথে । অনেক দিন পর শাহরুখ খান আবার প্রেমের ছবিতে অভিনয় করলেন । দেখা যাক তিনি কতটুকু সাফল্য অর্জন করতে পারেন । সালমান-ক্যাটরিনার পর এবার শাহরুখ-ক্যাটরিনা জুটিকে কিভাবে গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয় । এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে ১৩ই নভেম্বর পর্যন্ত । আপনি তৈরী আছেন তো আপনার প্রিয় নায়কের ছবি দেখতে ।

সূত্রঃ Wikipedia, Times of India.