মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১২

ছোট স্ট্রোকও স্নায়ুকলা ও মস্তিষ্কের কাজের ক্ষতি করতে পারে

DonkeyMails.com: No Minimum Payout



সানডিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, মস্তিষ্কের খুব ছোট কোন রক্তনালীর ব্লক স্নায়ুকলার ক্ষতির কারণ হতে পারে, এমনকি এর ফলে মানুষের স্বাভাবিক ব্যবহারেও অনাকাঙ্খিত পরিবর্তন আসতে পারে । তবে আনন্দের বিষয় হলো এর থেকে রক্ষা পাওয়ার ওষুধও আবিস্কার হয়ে গেছে এবং অনেকে ব্যবহারও করছে । গবেষক দল গত ১৬ই ডিসেম্বর তাদের স্নায়ুবিজ্ঞান বিষয়ক অনলাইন সাইটে তথ্যটি প্রকাশ করে । গবেষক এন্ডি বলেছেন, "মস্তষ্কের রক্ত চলাচলের নালীগুলো অবিশ্বাস্যভাবে ঘন এবং আশ্চার্যজনক হলেও সত্য যে, অতি ক্ষুদ্র রক্তনালীর প্রবাহ বন্ধ হওয়া ইঁদুরের ব্যবহারেও প্রভাব ফেলতে পারে ।"

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের  শিহ এই কাজটি সম্পন্ন করেন, যিনি পদার্থবিদ্যায় পোস্টডক্টরাল ফেলো । শিহ এবং তার সহকর্মীরা ইঁদুরের ক্ষুদ্র রক্তনালীসমূহের মধ্যে সুনির্দিষ্ট বিন্দুতে রক্ত জমাট বাঁধাতে লেজার রশ্মি ব্যবহার করেন যে রশ্মি মস্তিষ্কের বাইরে থেকে স্নায়ুকলা ভেদ করে । এক সপ্তাহ পরে যখন তারা সেই মস্তিষ্ক পরীক্ষা করল তারা দেখল অতি ক্ষুদ্র ছিদ্র অনেক ক্ষতি করেছে এবং কিছু স্মৃতিভংশও হয়েছে । তারা প্রশিক্ষণপ্রাপ্ত তৃষ্ণার্ত ইঁদুরের এক প্লাটফর্ম থেকে অন্য একটি অন্ধকার প্লাটফর্মে জল খেতে যাওয়ার মাধ্যমে স্মৃতিভংশের বিষয়টি বের করে ।

মিলিমিটারের মতো ক্ষু্দ্র এই ক্ষত প্রচলিত এমআরআই এর মাধ্যমে স্ক্যান করে চিহ্নিত করা হয় । এক মিলিবর্গ মস্তিষ্কপৃষ্ঠ থেকে প্রায় দুই ডজনের মতো রক্তনালী মস্তিষ্কে প্রবেশ করে ।  লস এঞ্জেলেসের সিডার-সিনাই মেডিকেল সেন্টারের স্নায়ুবিজ্ঞান বিভাগের প্রধান প্যাট্রিক ডি লিডেন বলেছেন "প্রথমবার এই তথ্য আমাদের দেখায়,, এমনকি একটি অতি ক্ষুদ্র স্ট্রোকেও অক্ষমতা হতে পারে ।"তিনি আরও বলেন, "আমি ভীত যে আমাদের রোগীদের মধ্যে ক্ষুদ্র স্ট্রোকও দীর্ঘ সময়ের মধ্যে যেমন উন্মত্ততা এবং আলজেইমারস রোগ হিসাবে প্রকাশ পেতে পারে ।" ডাক্তার শিহ বলেন, "এমআরআই স্ক্যানিং পদ্ধতি মানুষের স্মৃতিভংশের লক্ষণগুলো রোগের প্রাথমিক পর্যায়েই সণাক্ত করতে সক্ষম ।"

সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১২

বেশি টাকা উপার্জনের ১০টি জনপ্রিয় ব্লগ বিষয়


আসসালামু আলাইকুম । আজকে আপনাদের সামনে ব্লগিং টিপস নিয়ে হাজির হলাম । যারা নতুন ব্লগিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই পোস্টটি বিশেষ সহায়ক হবে বলে আশা করি । তথ্য-প্রযুক্তির যুগে ইন্টারনেটে টাকা আয়ের ব্যপারটি দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে । কেউ ফ্রিল্যান্সিং করে, কেউ ব্লগিং করে কেউবা আবার অন্যকে ঠকিয়ে টাকা আয় করছে । ফ্রিল্যান্সিং একটু কঠিন হওয়ায় অনেকে ব্লগিংয়ের দিকে ঝুঁকে পড়েছে । প্রতিদিন হাজার হাজার লোক ব্লগিং করার জন্য একাউন্ট খুলছে । কিন্তু ব্লগিং শুরুর আগে আপনাকে ব্লগিংয়ের বিষয় ঠিক করে নেয়া জরুরি, কেননা উপযুক্ত বিষয় না হলে ব্লগিং করে আপনি বেশি আয় করতে ব্যর্থ হবেন । তাই আপনাকে এমন বিষয় বেছে নিতে হবে যার মাধ্যমে আপনি অনেক বেশি টাকা আয় করতে পারেন । আসুন এবার জেনে নেই কোন বিষয়গুলো আপনার ব্লগে বেশি ট্রাফিক আনয়ন করবে এবং আপনার আয় বাড়াতে সাহায্য করবে ।

  • ব্লগিং টিপস : বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসহ বিশ্বের প্রায় সবদেশেই ব্লগিং বর্তমানে একটি জনপ্রিয় বিষয় । নতুন ব্লগারদের বিভিন্ন তথ্যের উৎস কিন্তু এই ব্লগগুলোই । ব্লগিং টিপস ও ট্রিকস, ব্লগ তৈরির টিপস, ব্লগ ডিজাইনিং, ব্লগ ডেভেলপমেন্ট এবং ব্লগ রিলেটেড সাইটগুলোই বর্তমানে বেশি ট্রাফিক পাচ্ছে ।  প্রাথমিক পর্যায়ে সিন্ধান্ত নেয়া প্রয়োজন আপনার ব্যবসার ভবিষ্যৎ কি হবে । 
  •   তথ্য-প্রযুক্তি : হ্যাঁ, তথ্য-প্রযুক্তি বছরে হাজার হাজার ডলার আয়ে সাহায্য করতে পারে । সেটা হতে পারে কম্পিউটার, মোবাইল, বিজ্ঞান প্রযুক্তি, তথ্য, ভবিষ্যৎ প্রযুক্তি, মহাকাশ আরো অনেক কিছু । এই বিষয়ের সবচেয়ে উপকারি দিক হলো, বাজারে নতুন কোন কিছু এলেই আপনি সেটা ব্লগে তুলে ধরতে পারেন । আর এর ফলেই আপনার ব্লগে ফিজিটর বাড়বে বহুগুণে । তাই ব্লগের জন্য ভালো একটি বিষয় বেছে নিন আজই আর আয় করতে থাকুন বেশি বেশি করে ডলার ।
  • সোস্যাল মিডিয়া : সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর শক্তি যে এখন কেমন তা বলার অপেক্ষা রাখেনা । বর্তমানে কারও ব্যাংক একাউন্ট না থাকলেও বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোতে প্রায় ৩-৪টা একাউন্ট থাকে । এই সোস্যাল মিডিয়াগুলোতে বিপুল পরিমাণে ব্যবহারকারী থাকার কারণে এই মাধ্যমগুলো আপনার জন্য বিরাট ভূমিকা রাখতে পারে । অনেক সাইট এই মাধ্যমগুলো ব্যবহার করে ভিজিটর বাড়িয়ে থাকে । তাই আপনিও আপনার ব্লগটি ফেইসবুক, টুইটার, গুগুল প্লাস, ডিগ, ইউটিউব, ইয়াহু মেইল, পিন্টারেস্ট, রেডিট ইত্যাদি সাইটে শেয়ার করে ভিজিটর বাড়াতে পারেন ।
  •  ক্রয়-বিক্রয় : আপনার ব্লগটি বিভিন্ন জিনিস ক্রয়-বিক্রয়ের বিষয় নিয়ে তৈরি করতে পারেন । যানজটের সমস্যা, দুর্ঘটনা, ছিনতাই, মিটিং-মিছিল ইত্যাদি কারণে বর্তমানে মানুষ ঘরে বসেই কেনাকাটা সেরে ফেলতে চায় ।  আর আপনি এই সুযোগটি কাজে লাগাতে পারেন । আপনার ব্লগে বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয় বিষয়ক ফোরাম থাকলে আরো সুবিধা । তাই এই বিষয়টিও হতে পারে আপনার ব্লগের আয়ের উৎস । যারা নতুন তারা এই বিষয়টি নিয়ে ভাবতে পারেন ।
make-money-468x60-2
  • স্বাস্থ্য :  পৃথিবী যখন আকাশ প্রযুক্তির সময় পার করছে তখন মানুষ তাদের স্বাস্থ্য বিষয়ক সমস্যাগুলোর সমাধান ইন্টানেটের মাধ্যমে খুঁজে । এই ব্লগিং বিষয়ে আপনার কোন সাংস্কৃতিক, এলাকাভিত্তিক অথবা জাতিভিত্তিক কোন বাধা থাকবে না । একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি, মনে করেন, ভারতের কোন লোক তার ওজন কমে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চায়, একই আমেরিকার কোন লোকেরও এই সমস্যা থাকতে পারে । আপনি যদি মেডিসিন এবং ফিটনেস বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আপনার ব্লগে তুলে ধরতে পারেন তাহলে সেটি নিঃসন্দেহে বেশি ট্রাফিক আনতে সহায়তা করবে । 
  •  ফেশন : স্বাস্থ্য ও ফিটনেস সম্পর্কিত ব্লগটি তারা খুঁজবে যারা বিভিন্ন রোগে আক্রান্ত অথবা ফিটনেস থাকার টিপসগুলো জানতে ।কিন্তু স্বাস্থ্যের চেয়েও বেশি জনপ্রিয় হতে পারে ফেশন । কারণ, স্বাস্থ্য হচ্ছে প্রয়োজন, কিন্তু ফেশন হচ্ছে নেশা । আপনি যদি গ্ল্যামারাস একটি ফেশন সাইট তৈরি করতে পারেন যেখানে থাকবে ফেশন সম্পর্কে বিভিন্ন তথ্য, নতুন নতুন ডিজাইন নিয়ে পোস্ট, তাহলে সত্যিই অনেক ভিজিটর পাবেন । বিশ্বের সবাই সহজ ও গুণগত ফেশন সম্পর্কে জানতে  এবং ফলো করতে চায় ।
  •  রিলেশনশীপ : মানসিক মনোভাবের ৯০% প্রত্যেকটি ব্যক্তির জীবনে প্রতিফলন ঘটে । মানুষ সবচেয়ে নিরাপদ উপায়ে পারিপার্শ্বিক সম্পর্ক টিকিয়ে রাখতে চায় । তাই মানুষ খুঁজে বেড়ায় কিভাবে সবার সাথে সম্পর্ক দৃঢ় করা যায়, কিভাবে মানুষের মন জয় করা যায়, এসব বিষয়ে বিভিন্ন উপায় জানতে চায় । তাই এই বিষয়টি কতে পারে আপনার ব্লগের বিষয় । যেখানে আপনি সম্পর্ক টিকিয়ে রাখার বিভিন্ন কৌশল ও অন্যকে জয় করার উপায় ইত্যাদি । বর্তমানে এর মাধ্যমেও আপনি প্রচুর ভিজিটর পেতে পারেন ।

  •  বিনোদন : ব্লগিং জগতে সবচেয়ে সহজ এবং আনন্দদায়ক বিষয় হতে এটি । এখানে আপনি রিভিউ, মুভি, গান, ফটো সম্পর্কে আপডেট খবর,  তারকাদের সম্পর্কে নানা সংবাদএবং বিনোদন জগতের আরো সংবাদ আপনি সবার সাথে শেয়ার করতে পারেন । আপনি লিখতে পারেন বারাক ওবামা, শাহরুখ খান, অ্যাঞ্জেলিনা জোলি অথবা জাস্টিন বিবারকে নিয়ে । আর এসব লেখা নিঃসন্দেহে আপনার ব্লগের ট্রাফিক বাড়াবে ।
  • প্রশ্ন-উত্তর : আপনার ব্লগটি  হতে পারে বিসিএস, চাকরি, ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে । এই বিয়ষটিও অনেক ভিজিটর আনতে সক্ষম ।

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১২

ওয়েবসাইট ভিসিট করে টাকা আয় করুন (পেইড টু ক্লিক)

আসসালামু আলা্‌ইকুম । কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালই আছেন । আজ আমি আপনাদের সাথে কয়েকটি জনপ্রিয় পিটিসি সাইট নিয়ে আলোচনা করবো । এসব পিটিসি সাইটে শুধু মাত্র বিজ্ঞাপন দেখেই কিছু টাকা আয় করা যায় । আপনি ফ্রিতেই এসব সাইটে কাজ করতে পারেন । সারাদিনে আপনি প্রায় ১-২ ডলার করে আয় করতে পারেন খুব সহজেই । সেক্ষেত্রে আপনার মাসিক আয় হবে প্রায় ৩০-৬০ ডলারের মত আয় করতে পারবেন । যারা ব্লগিং, ফ্রিল্যান্সিং বা অন্য কোন উপায়ে অনলাইনে আয় করতে গিয়ে ব্যর্থ হয়েছেন বা কঠোর পরিশ্রম করেও কোন লাভ হয়নি তারা পিটিসি সাইটে কাজ করে টাকা আয় করতে পারেন । এবার আপনাদের কয়েকটি জনপ্রিয় পিটিসি সাইট সম্পর্কে বিস্তারিত জানাবো । আশা করি আপনারা উপকৃত হবেন ।

পিটিসি কি?
পিটিসি মানে হচ্ছে পেইড টু ক্লিক । অর্থাৎ আপনাকে কোন ওয়েবসাইটের লিংকে ক্লিক করতে হবে । তারপর নতুন পেইজ ওপেন হবে । সেই সাইটটি দেখতে হবে ।

কিভাবে কাজ করতে হয়?
নতুন পেইজ ওপেন হলে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে । তারপর পেইজের উপরের দিকে নির্দেশনা দেয়া থাকবে । সেই নির্দেশনা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে ।

কয়েকটি জনপ্রিয় পিটিসি সাইট:
    Every Click makes Every Bux!
  1. Clixsense : এখানে আপনাকে দুই ধরনের বিজ্ঞাপন দেয়া হবে । এদের মধ্যে ০.০১ ডলারের বিজ্ঞাপনে ক্লিক করলে ৩০ সেকেন্ড  এবং ০.০০১ ডলারের বিজ্ঞাপনে ক্লিক করলে ৩ সেকেন্ড অপেক্ষ করতে বলা হবে । পেইজ লোড হওয়া পর্যন্ত আপনাকে অবস্থান করতে হবে । তারপর পেইজটির উপরের দিকে বাম পাশে কয়েকটি প্রাণীর ফটো দেখানো হবে । সেখান থেকে নির্দেশনা মতো সঠিক প্রাণীটির ফটোতে ক্লিক করতে হবে । তারপর আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কাজটি ভেলিড হওয়ার জন্য । এভাবে কাজ করে ৬ ডলার আয় করার পর আপনি পেপল বা পেজা (এলার্ট পে) এর মাধ্যমে ক্যাশআউট করতে পারবেন । রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন Clixsense
  2. Counterclix : করতে পারেন, কারণ এই সাইটটিতে প্রচুর কাজ পাওয়া যায় । Clixsense এর মতোই ০.০১ ডলারের বিজ্ঞাপনে ক্লিক করলে ৩০ সেকেন্ড, ০.০০২ ডলারের বিজ্ঞাপনে ক্লিক করলে ১৫ সেকেন্ড এবং ০.০০১ ডলারের বিজ্ঞাপনে ক্লিক করলে ৮ সেকেন্ড অপেক্ষা করতে বলা হবে । তারপর পেইজটির উপরের দিকে মাঝখানে ছোট বক্সে একটি সংখ্যা লেখা থাকবে । এর ডান পাশে খালি বক্সে সংখ্ডাটি লিখে Verify লেখাটির উপর ক্লিক করতে হবে । এখানে মাত্র ২ ডলার আয় করেই পেপল বা পেজা (এলার্ট পে) দিয়ে ক্যাশআউট করা যায় । রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন Counterclix 
  3. NeoBux : একাউন্ট খোলার পর View Advertisements এ ক্লিক করতে হবে । প্রতিটি বিজ্ঞাপনের জন্য আপনি পাবেন ০.০০১ ডলার । বিজ্ঞাপনগুলোতে ক্লিক করলে একটি ফটো দেখাবে, সেই ফটোর উপরে ক্লিক করলে নতুন পেইজ ওপেন হবে । তারপর উপরে বাম দিকে আপনার একাউন্টে ক্রেডিট যোগ হওয়া সম্পর্কিত একটি লেখা না আসা পর্যন্ত আপনি পেইজটি ক্লোজ করবেন না । লেখাটি আসলেই আপনি বুঝতে পারবেন আপনার একাউন্টে ক্রেডিট যোগ হয়েছে । Counterclix এর মতোই এখানে মাত্র ২ ডলার আয় করলেই পেপল বা পেজা (এলার্ট পে) দিয়ে ক্যাশআউট করতে পারবেন । রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন  NeoBux 
  4. Neodollar : এই সাইটটিতে প্রতিটি ক্লিকের জন্য আপনাকে ১.০০ ডলার করে দেয়া হবে । কিন্তু সমস্যা হচ্ছে সর্বনিম্ন ৫০০ ডলার হলে পেপল বা পেজা (এলার্ট পে) দিয়ে আপনি ক্যাশআউট করতে পারবেন । এখানে View ads লেখাতে ক্লিক করলে আপনাকে কয়েকটি লিংক দেখানো হবে । সেই লিংকগুলোতে ক্লিক করলে নতুন পেইজ ওপেন হবে । ৩০ সেকেন্ড অপেক্ষা করার পর পেইজের উপরে ডান দিকে কয়েকটি সংখ্যা থেকে একটি সংখ্যায় ক্লিক করতে বলা হবে । তারপর কাজটি ভেলিড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে । রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন Neodollar 
  5. ProBux : এই সাইটে আপনি Daily Exposure ও Extra Advertisements নামে দুই ধরনের বিজ্ঞাপন পাবেন, যেগুলোতে ক্লিক করলে নতুন একটি পেইজ লোড হবে । তারপর উপরে বাম দিকে আপনার একাউন্টে ক্রেডিট যোগ হওয়া সম্পর্কিত একটি লেখা না আসা পর্যন্ত ৫ সেকেন্ড অপেক্ষা করতে হবে । আপনার ভিজিট ভেলিডেট হওয়ার পর আপনার একাউন্টে ০.০০১ ডলার যোগ হবে । আবার Fixed Advertisements নামে এক ধরনের বিজ্ঞাপন দেখতে পাবেন যাতে ক্লিক করে ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং আপনার ভিজিট ভেলিডেট হওয়ার পর আপনার একাউন্টে ০.০১ ডলার যোগ হবে । ক্যাশআউট করার জন্য আপনাকে ৫ ডলার আয় করতে হবে এবং পেপল বা পেজা (এলার্ট পে) দিয়ে আপনি ক্যাশআউট করতে পারবেন । রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন ProBux
  6. PTC Wallet : এখানে হোম পেইজের উপরে Surf Ads লেখাটিতে ক্লিক করলে লোড হওয়ার পর Paid to Click লেখার নিচে লাল রং দিয়ে লেখা থাকবে কয়টি লিংকে আপনি ক্লিক করতে পারবেন  এবং নীল রঙ্গের Click Links এ ক্লিক করলে লিংকগুলো দেখতে পাবেন । তারপর লিংকে ক্লিক করে কাজটি সম্পন্ন করতে হবে । কাজ সম্পন্ন হলে আপনি ০.১০ ডলার পাবেন । Paid to Signup এর নিচে উল্লেখ করা থাকবে আপনি কয়টি সাইন আপের কাজ করতে পারবেন । নীল রং এর Paid To Signup  লেখায় ক্লিক করে কাজ করতে হবে । সাইন আপ লিংকে ক্লিক করলে Complete Offer লেখা দেখতে পাবেন । তারপর সাইন আপ করলে আপনি কাজটি ভেরিফাই করবেন । তারপর আপনি ১.০০ ডলার পাবেন । ক্যাশআউট করার জন্য আপনাকে ১০০ ডলার আয় করতে হবে এবং পেপল বা পেজা (এলার্ট পে) দিয়ে আপনি ক্যাশআউট করতে পারবেন ।  রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন PTC Wallet
  7. Open23 : Counterclix এর মতোই ০.০১ ডলারের বিজ্ঞাপনে ক্লিক করলে ৩০ সেকেন্ড, ০.০০২ ডলারের বিজ্ঞাপনে ক্লিক করলে ১৫ সেকেন্ড এবং ০.০০১ ডলারের বিজ্ঞাপনে ক্লিক করলে ৮ সেকেন্ড অপেক্ষা করতে বলা হবে । তারপর পেইজটির উপরের দিকে মাঝখানে ছোট বক্সে একটি সংখ্যা লেখা থাকবে । এর ডান পাশে খালি বক্সে সংখ্ডাটি লিখে Verify লেখাটির উপর ক্লিক করতে হবে । এখানে মাত্র ২ ডলার আয় করেই পেপল বা পেজা (এলার্ট পে) দিয়ে ক্যাশআউট করা যায় । রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন Open23
আরো কয়েকটি সাইট আছে যেমন, SamBux, FinalBux, MihaBux, Clicksia, Six Dollar click, PTCbiz ইত্যাদি । এসব সাইটে আপনি আনলিমিটেড বিজ্ঞাপন পেতে পারেন । তাই দেরি না করে এখনই কাজ শুরু করে দিন ।