বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১২

ওয়েবসাইট ভিসিট করে টাকা আয় করুন (পেইড টু ক্লিক)

আসসালামু আলা্‌ইকুম । কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালই আছেন । আজ আমি আপনাদের সাথে কয়েকটি জনপ্রিয় পিটিসি সাইট নিয়ে আলোচনা করবো । এসব পিটিসি সাইটে শুধু মাত্র বিজ্ঞাপন দেখেই কিছু টাকা আয় করা যায় । আপনি ফ্রিতেই এসব সাইটে কাজ করতে পারেন । সারাদিনে আপনি প্রায় ১-২ ডলার করে আয় করতে পারেন খুব সহজেই । সেক্ষেত্রে আপনার মাসিক আয় হবে প্রায় ৩০-৬০ ডলারের মত আয় করতে পারবেন । যারা ব্লগিং, ফ্রিল্যান্সিং বা অন্য কোন উপায়ে অনলাইনে আয় করতে গিয়ে ব্যর্থ হয়েছেন বা কঠোর পরিশ্রম করেও কোন লাভ হয়নি তারা পিটিসি সাইটে কাজ করে টাকা আয় করতে পারেন । এবার আপনাদের কয়েকটি জনপ্রিয় পিটিসি সাইট সম্পর্কে বিস্তারিত জানাবো । আশা করি আপনারা উপকৃত হবেন ।

পিটিসি কি?
পিটিসি মানে হচ্ছে পেইড টু ক্লিক । অর্থাৎ আপনাকে কোন ওয়েবসাইটের লিংকে ক্লিক করতে হবে । তারপর নতুন পেইজ ওপেন হবে । সেই সাইটটি দেখতে হবে ।

কিভাবে কাজ করতে হয়?
নতুন পেইজ ওপেন হলে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে । তারপর পেইজের উপরের দিকে নির্দেশনা দেয়া থাকবে । সেই নির্দেশনা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে ।

কয়েকটি জনপ্রিয় পিটিসি সাইট:
    Every Click makes Every Bux!
  1. Clixsense : এখানে আপনাকে দুই ধরনের বিজ্ঞাপন দেয়া হবে । এদের মধ্যে ০.০১ ডলারের বিজ্ঞাপনে ক্লিক করলে ৩০ সেকেন্ড  এবং ০.০০১ ডলারের বিজ্ঞাপনে ক্লিক করলে ৩ সেকেন্ড অপেক্ষ করতে বলা হবে । পেইজ লোড হওয়া পর্যন্ত আপনাকে অবস্থান করতে হবে । তারপর পেইজটির উপরের দিকে বাম পাশে কয়েকটি প্রাণীর ফটো দেখানো হবে । সেখান থেকে নির্দেশনা মতো সঠিক প্রাণীটির ফটোতে ক্লিক করতে হবে । তারপর আপনাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কাজটি ভেলিড হওয়ার জন্য । এভাবে কাজ করে ৬ ডলার আয় করার পর আপনি পেপল বা পেজা (এলার্ট পে) এর মাধ্যমে ক্যাশআউট করতে পারবেন । রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন Clixsense
  2. Counterclix : করতে পারেন, কারণ এই সাইটটিতে প্রচুর কাজ পাওয়া যায় । Clixsense এর মতোই ০.০১ ডলারের বিজ্ঞাপনে ক্লিক করলে ৩০ সেকেন্ড, ০.০০২ ডলারের বিজ্ঞাপনে ক্লিক করলে ১৫ সেকেন্ড এবং ০.০০১ ডলারের বিজ্ঞাপনে ক্লিক করলে ৮ সেকেন্ড অপেক্ষা করতে বলা হবে । তারপর পেইজটির উপরের দিকে মাঝখানে ছোট বক্সে একটি সংখ্যা লেখা থাকবে । এর ডান পাশে খালি বক্সে সংখ্ডাটি লিখে Verify লেখাটির উপর ক্লিক করতে হবে । এখানে মাত্র ২ ডলার আয় করেই পেপল বা পেজা (এলার্ট পে) দিয়ে ক্যাশআউট করা যায় । রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন Counterclix 
  3. NeoBux : একাউন্ট খোলার পর View Advertisements এ ক্লিক করতে হবে । প্রতিটি বিজ্ঞাপনের জন্য আপনি পাবেন ০.০০১ ডলার । বিজ্ঞাপনগুলোতে ক্লিক করলে একটি ফটো দেখাবে, সেই ফটোর উপরে ক্লিক করলে নতুন পেইজ ওপেন হবে । তারপর উপরে বাম দিকে আপনার একাউন্টে ক্রেডিট যোগ হওয়া সম্পর্কিত একটি লেখা না আসা পর্যন্ত আপনি পেইজটি ক্লোজ করবেন না । লেখাটি আসলেই আপনি বুঝতে পারবেন আপনার একাউন্টে ক্রেডিট যোগ হয়েছে । Counterclix এর মতোই এখানে মাত্র ২ ডলার আয় করলেই পেপল বা পেজা (এলার্ট পে) দিয়ে ক্যাশআউট করতে পারবেন । রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন  NeoBux 
  4. Neodollar : এই সাইটটিতে প্রতিটি ক্লিকের জন্য আপনাকে ১.০০ ডলার করে দেয়া হবে । কিন্তু সমস্যা হচ্ছে সর্বনিম্ন ৫০০ ডলার হলে পেপল বা পেজা (এলার্ট পে) দিয়ে আপনি ক্যাশআউট করতে পারবেন । এখানে View ads লেখাতে ক্লিক করলে আপনাকে কয়েকটি লিংক দেখানো হবে । সেই লিংকগুলোতে ক্লিক করলে নতুন পেইজ ওপেন হবে । ৩০ সেকেন্ড অপেক্ষা করার পর পেইজের উপরে ডান দিকে কয়েকটি সংখ্যা থেকে একটি সংখ্যায় ক্লিক করতে বলা হবে । তারপর কাজটি ভেলিড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে । রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন Neodollar 
  5. ProBux : এই সাইটে আপনি Daily Exposure ও Extra Advertisements নামে দুই ধরনের বিজ্ঞাপন পাবেন, যেগুলোতে ক্লিক করলে নতুন একটি পেইজ লোড হবে । তারপর উপরে বাম দিকে আপনার একাউন্টে ক্রেডিট যোগ হওয়া সম্পর্কিত একটি লেখা না আসা পর্যন্ত ৫ সেকেন্ড অপেক্ষা করতে হবে । আপনার ভিজিট ভেলিডেট হওয়ার পর আপনার একাউন্টে ০.০০১ ডলার যোগ হবে । আবার Fixed Advertisements নামে এক ধরনের বিজ্ঞাপন দেখতে পাবেন যাতে ক্লিক করে ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং আপনার ভিজিট ভেলিডেট হওয়ার পর আপনার একাউন্টে ০.০১ ডলার যোগ হবে । ক্যাশআউট করার জন্য আপনাকে ৫ ডলার আয় করতে হবে এবং পেপল বা পেজা (এলার্ট পে) দিয়ে আপনি ক্যাশআউট করতে পারবেন । রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন ProBux
  6. PTC Wallet : এখানে হোম পেইজের উপরে Surf Ads লেখাটিতে ক্লিক করলে লোড হওয়ার পর Paid to Click লেখার নিচে লাল রং দিয়ে লেখা থাকবে কয়টি লিংকে আপনি ক্লিক করতে পারবেন  এবং নীল রঙ্গের Click Links এ ক্লিক করলে লিংকগুলো দেখতে পাবেন । তারপর লিংকে ক্লিক করে কাজটি সম্পন্ন করতে হবে । কাজ সম্পন্ন হলে আপনি ০.১০ ডলার পাবেন । Paid to Signup এর নিচে উল্লেখ করা থাকবে আপনি কয়টি সাইন আপের কাজ করতে পারবেন । নীল রং এর Paid To Signup  লেখায় ক্লিক করে কাজ করতে হবে । সাইন আপ লিংকে ক্লিক করলে Complete Offer লেখা দেখতে পাবেন । তারপর সাইন আপ করলে আপনি কাজটি ভেরিফাই করবেন । তারপর আপনি ১.০০ ডলার পাবেন । ক্যাশআউট করার জন্য আপনাকে ১০০ ডলার আয় করতে হবে এবং পেপল বা পেজা (এলার্ট পে) দিয়ে আপনি ক্যাশআউট করতে পারবেন ।  রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন PTC Wallet
  7. Open23 : Counterclix এর মতোই ০.০১ ডলারের বিজ্ঞাপনে ক্লিক করলে ৩০ সেকেন্ড, ০.০০২ ডলারের বিজ্ঞাপনে ক্লিক করলে ১৫ সেকেন্ড এবং ০.০০১ ডলারের বিজ্ঞাপনে ক্লিক করলে ৮ সেকেন্ড অপেক্ষা করতে বলা হবে । তারপর পেইজটির উপরের দিকে মাঝখানে ছোট বক্সে একটি সংখ্যা লেখা থাকবে । এর ডান পাশে খালি বক্সে সংখ্ডাটি লিখে Verify লেখাটির উপর ক্লিক করতে হবে । এখানে মাত্র ২ ডলার আয় করেই পেপল বা পেজা (এলার্ট পে) দিয়ে ক্যাশআউট করা যায় । রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন Open23
আরো কয়েকটি সাইট আছে যেমন, SamBux, FinalBux, MihaBux, Clicksia, Six Dollar click, PTCbiz ইত্যাদি । এসব সাইটে আপনি আনলিমিটেড বিজ্ঞাপন পেতে পারেন । তাই দেরি না করে এখনই কাজ শুরু করে দিন ।